সাবধান! মহিলাদের এসব উপসর্গ হতে পারে ক্যান্সারের পূর্বলক্ষণ, জানাচ্ছে চিকিৎসক

সারাবিশ্বে ক্যান্সার একটি মরণব্যাধি রোগ।তেমন এই রোগটি এখন কমন ও হয়ে গেছে।প্রায় লোকেরাই এই মরণব্যাধি রোগের কবলে পড়ছে।তবে পুরুষদের পাশাপাশি মহিলাদের ক্যান্সার হওয়ার কিছু পূর্বলক্ষণ রয়েছে,জানুন-

১।দীর্ঘমেয়াদি কাশি হলে বা কাশির সাথে রক্ত গেলে শীঘ্রই ডাক্তারের কাছে যান।এই উপসর্গ অবহেলা করবেন না।

২।মেনোপজাল ব্লিডিং বা মাসিক বন্ধ হবার পর রক্ত ক্ষরণ অর্থাৎ মেনোপজ হবার পরও যদি আকস্মিক মাসিকের মত রক্ত যায় তাহলে ধরে নিতে হবে এটা জরায়ুর ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।

৩।মাসিকের সময় যদি তীব্র পেটে ব্যথা বা অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে/

৪।স্টোমাক বা পাকস্থলির ব্যথা ও বার বার বমি বমি ভাব হলে এটাকে সাধারণত: গ্যাস্ট্রিক আলসার হিসেবে ধরা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ব্লাড ক্যান্সার, গলা, লিভার, প্যানক্রিয়াস ও কোলো-রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও এমন উপসর্গ দেখা দিতে পারে।bs

Related Posts

Leave a Reply

Your email address will not be published.

© 2023 Tips24 - WordPress Theme by WPEnjoy