সাবধান! সারাদিন ধরে মোবাইল ঘাটবেন না, এতে হতে পারে আপনার মারাত্মক বিপদ, জেনেনিন

আজকাল, দিনের বেশিরভাগ সময়ই আমাদের অনেকেরই মোবাইল, ল্যাপটপে মুখ গুঁজে কাটে। আমরা সারাদিন মোবাইল, ল্যাপটপে ভর করে ভার্চুয়াল দুনিয়ায় ঘুড়ে বেড়াই। কিন্তু প্রিয় এই মোবাইল, ল্যাপটপে অতিরিক্ত সময় যারা কাটাচ্ছে তাদের জন্য আছে একটি দুসংবাদ। সম্প্রতি একটি গবেষণার ফলে জানা গেছে যে, দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করার ফলে আমাদের চেহারার সৌন্দর্যহানি হয়ে চেহারায় বার্ধক্যের ছাপ এনে দেয়।

সম্প্রতি নিউইয়র্কের একটি বিখ্যাত ম্যাগাজিন এর একটি কলামে বলা হয়েছে একথা। সেখানে সার্জন ডঃ আলবার্ট উ বলেছেন যে, যারা সারাদিন ঝুঁকে মোবাইল ঘাটে বা ল্যাপটপে কাজ করে, তাদের ঘাড়ের অবস্থান এমন জায়গায় থাকে যে সারাক্ষণ মাথা নিচের দিকে ঝুঁকে যেতে থাকে। ফলে দ্রুত ত্বকে বলি রেখা দেখা দেয়।

তিনি আরও উল্লেখ করেন, এপর্যন্ত তিনি এধরনের সমস্যা জনিত ৫৫ হাজার রোগী পেয়েছেন এবং এমন রোগীর সংখ্যা প্রতিবছর ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন আগের তুলনায় নিজেদের সৌন্দর্য নিয়েও অনেক বেশি সচেতন। তাই সেই সৌন্দর্য ধরে রাখতে হলে পরিমিত স্মার্টফোন ব্যবহার করতে হবে, নিজের যত্ন নিয়ে থাকতে হবে একদম ফিট।bs

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy