কিডনির সমস্যায় যেসব ফল খেতে ব্যারন করছেন চিকিৎসকরা, জেনেনিন বিস্তারিতভাবে

* যেসব কিডনি রোগীর শরীরে জল আসে বা ফুলে যায়, তাদের ক্ষেত্রে দৈনিক জলের পরিমাণ চিকিৎসক মেপে দিতে পারেন। নয়তো জল নিয়ে ভাবনার কিছু নেই। তবে সেই সঙ্গে কমাতে হবে সোডিয়াম বা রান্নার লবণের পরিমাণও। এটি র’ক্তচাপ যেমন বাড়ায়, তেমনি জল জমতেও সাহায্য করে।

* অসুস্থ কিডনি অনেক সময় র’ক্ত থেকে পটাশিয়াম নিষ্কাশন ঠিকমতো করতে পারে না। এতে র’ক্তে পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায়। মাঝেমধ্যে র’ক্তে ইলেকট্রোলাইট পরীক্ষা করা হলে বিষয়টা ধরা পড়ে। যাদের এই প্রবণতা আছে তারা উচ্চ পটাশিয়ামযুক্ত ফলমূল এড়িয়ে চলাই ভালো। বেশি পটাশিয়াম আছে কলা, কমলা, ডাব, তরমুজ, টমেটো, কিশমিশ, অ্যাভোকেডো ইত্যাদি ফলে। তবে পটাশিয়ামের পরিমাণ কম এমন ফল যেমন আপেল, আঙুর, আনারস, স্ট্রবেরি ইত্যাদি খেতে বাধা নেই।

* কিডনি সমস্যায় অনেক সময় ফসফরাস বা ফসফেটের পরিমাণও যায় বেড়ে। ভুট্টার তৈরি খাবার, কোলা-জাতীয় পানীয়, কিছু বাদামে ফসফেটের পরিমাণ বেশি। তবে চিকিৎসক চাইলে ফসফেট বাইন্ডার ওষুধের মাধ্যমে ফসফরাস নিয়ন্ত্রণ করতে পারেন।

* কিডনি রোগীদের ক্যালসিয়াম, ভিটামিন ‘ডি’র অভাব দেখা দেয়, র’ক্তস্বল্পতা হয়। তাই ক্যালসিয়াম, ভিটামিন ডি ও আয়রনসমৃদ্ধ খাবার খেতে হবে।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy