ত্বকের অবাঞ্চিত লোম দূর করতে ব্যবহার করুন বেকিং সোডা, জানুন ব্যবহারের পদ্ধতিটি !

শরীরের অবাঞ্চিত লোম দূর করতে একেকজন ভিন্ন উপায় অনুসরণ করেন! অবাঞ্চিত লোম দূর করার অনেক পন্থা থাকলেও সেগুলো ত্বকের বাইরের লোমগুলো অপসরণ করে থাকে। তবে জানেন কি? বাহিরে বের না হয়ে ত্বকের ভেতরেই বাড়তে থাকা লোমকে ‘ইনগ্রৌন হেয়ার’। যা ওঠানো যায় না সহজে।

ত্বকের ভেতর বাড়তে থাকা এই লোম যেমন ব্যথার সৃষ্টি করে তেমনি সংক্রমণ হয়ে লোমের গোড়ায় ফোড়া হয় বা পুঁজও জমে। তকেব জেনে নিন, প্রাকৃতিক উপায়ে ত্বকের ভেতরের দিকে বাড়তে থাকা লোম তোলার উপায়-

* ত্বকের যে অংশের লোম তুলতে চান সেখানে প্রথমে ভালোভাবে ক্যাস্টর তেল মালিশ করে নিন।

* ত্বক তেল শোষণ করে নিলে বাড়তি তেল তুলার সাহায্যে মুছে নিন।

* এবার যে পরিমাণ বেকিং সোডা নেবেন তার অর্ধেক পরিমাণ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

* ত্বকে মিশ্রণটি লাগিয়ে মালিশ করুন এরপর টুইজার বা চিমটার সাহায্যে লোম উঠিয়ে নিন।

* তুলার প্যাড জলে ভিজিয়ে মুছে নিন এতে লোমকূপ সংকুচিত হবে।

বেকিং সোডা লোমকূপ আলগা করে লোম উঠে আসতে সাহায্য করে এবং তেল ব্যবহারের কারণে ত্বক খুব বেশি শুষ্ক না হয়ে অস্বস্তি তৈরি করে না।bs

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy