কাশির সঙ্গে কফ ওঠা যে সব কঠিন রোগের লক্ষণ হতে পারে! জেনেনিন এখনই

শীত বাড়তেই সর্দি-কাশির সমস্যায় ভুগছেন কমবেশি সবাই। এরই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। আবারও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা।

একই সঙ্গে নতুন নতুন উপসর্গও সামনে আসছে। তাই বিশেষজ্ঞরা এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

সাধারণ ঠান্ডা লাগা নাকি ওমিক্রনে ভুগছেন বুঝে নিন লক্ষণে

তবে কফের রং নিয়ে তেমন কিছু জানা যায়নি, বলা হচ্ছে নানা রঙের হতে পারে কফ। গবেষণায় দেখা গেছে, কাশির সঙ্গে কফ ওঠা ব্যক্তিদের প্রায় ৪৫ শতাংশ কোভিডে আক্রান্ত।

সর্দি-গলা ব্যথায় ভুগছেন, ওমিক্রন বিএফ৭ এর লক্ষণ নয় তো?

করোনা ছাড়াও এই সংক্রমণ হওয়া সম্ভব। এক্ষেত্রে কফের রং হলুদ বা সবুজ হলে সতর্ক হতে হবে। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে নিউমোনিয়া হতে পারে। এর থেকে শ্বাসকষ্ট এমনকি মৃত্যুও হতে পারে।

শীতে আঙুলের আশপাশে চামড়া ওঠা বন্ধে যা করবেন

তাই কোভিডের কাশিকে হেলাফেলা করবেন না। কাশির সঙ্গে ঘন ঘন কফ ওঠার লক্ষণ দেখলেই দ্রুত টেস্ট করাতে হবে।

বারবার হেঁচকি ওঠা কঠিন কোনো রোগের ইঙ্গিত নয় তো?

১. গলাব্যথা
২. নাক বন্ধ হয়ে যাওয়া
৩. হাঁচি
৪. কাশি
৫. মাথাব্যথা
৬. গলা ভেঙে যাওয়া
৭. পেশিতে ব্যথা
৮. স্বাদ ও গন্ধ নিতে সমস্যা ইত্যাদি।

একসঙ্গে ১৮ জনকে আক্রান্ত করে ওমিক্রন বিএফ৭, জানুন এর লক্ষণ

কোভিড কাশির সমস্যা সারাতে করণীয়-

১. বারবার পানি পান করুন।
২. স্টিম বা ভাঁপ নিন।
৩. শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন।
৪. নাক দিয়ে শ্বাস নিন ও শ্বাস ছাড়ুন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy