শীতে ওয়াটার হিটার ব্যবহার করছেন? তাহলে সাবধান! জেনেনিন কারণটি

শীত আসতেই বেড়ে যায় ওয়াটার হিটার বা পানি গরম করার মেশিনের ব্যবহার। নিত্যপ্রয়োজনীয় কাজ কিংবা গোসলের পানি ব্যবহারে এ সময় বেশিরভাগ মানুষই ওয়াটার হিটার ব্যবহার করেন।

যার মধ্যে অন্যতম হলো ইমারশান ওয়াটার হিটার। এটি ব্যবহার করা বেশ সহজ, এই হিটার পানির মধ্যে দিলেই তা গরম হয়ে যায়। তবে এই হিটার খুবই বিপজ্জনক।

অতীতে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে এই ওয়াটার হিটার ব্যবহার করতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটেছে, এমনকি বৈদ্যুতিক শকে মুত্যু পর্যন্তও ঘটেছে অনেকেরই।

ত্বকে গ্লিসারিন ব্যবহারের আগে জানুন এটি কতটা উপকারী

পুরোনো ওয়াটার হিটার ব্যবহার করবেন না

শীতে আঙুলের আশপাশে চামড়া ওঠা বন্ধে যা করবেন

ব্যবহারে সতর্কতা

আগে পানির মধ্যে হিটারটি দিয়ে তারপর সুইচ অন করবেন, আবার পানি গরম হয়ে গেলে সুইচ অফ করে রড বের করে নিন। ভুলেও প্লাগ লাগানো অবস্থায় কখনো ইমারশান রড বসানো না বের করবেন না।

দূষিত বাতাস থেকে রক্ষা পেতে এয়ার পিউরিফায়ার

নোংরা পরিষ্কার করুন

ইমারশান হিটার রডের ক্রমাগত ব্যবহারে এর উপর সাদা আবরণ হতে পারে। এর ফলে রড দ্রুত গরম হয় না। বিদ্যুৎ খরচও বেড়ে যায়। তাই স্ক্রাবার বা ব্রাশ দিয়ে জং ধরা রডটি পরিষ্কার করুন।

ফ্রিজ ব্যবহার ও পরিষ্কারের সঠিক উপায়

লোহার বালতি ব্যবহার করবেন না

পানি গরম করার সময়ে লোহার বালতিতে ইমারশান ওয়াটার হিটার রড ব্যবহার করবেন না। প্লাস্টিকের বালতি ব্যবহার করুন। তবে এক্ষেত্রে আবার পানি বেশি গরম হলে প্লাস্টিক গলে যেতে পারে।

ব্যবহারের যে ভুলে দ্রুত নষ্ট হয় ননস্টিক ফ্রাইপ্যান

শিশুদের থেকে দূরে রাখুন

এই হিটার ব্যবহার সময় শিশুরা যেন আশপাশে না থাকে বা পানিতে হাত দেওয়ার চেষ্টা না করে সেদিকে খেয়াল রাখুন।

Related Posts

© 2024 Tips24 - WordPress Theme by WPEnjoy